যে কঠিন শর্ত মেনেই শিল্পাকে বিয়ে করেন রাজ কুন্দ্রা

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তারা একে অপরের পাশে থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা তাদের প্রেমকাহিনি নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, শিল্পাকে বিয়ে করার জন্য তাকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে চলে আসতে হয়েছিল।
রাজ কুন্দ্রা জানান, শিল্পার একটাই শর্ত ছিল, তিনি কোনওভাবেই ভারত ছেড়ে অন্য দেশে থাকবেন না। রাজ কুন্দ্রা বলেন, “শিল্পা আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, আমি কোনও বিদেশি বা এনআরআইকে বিয়ে করব না। আমাকে ভারতেই থাকতে হবে, আমি দেশ ছাড়তে পারব না।”
বিজ্ঞাপন
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা রাজ ২০০৭ সালে দুবাই চলে যান। সেখানেই শিল্পার একজন ম্যানেজারের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়। রাজ বলেন, “কথা বলতে বলতে আমাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয়। তখন থেকেই আমি ওকে বিয়ে করার চেষ্টা শুরু করি।”
শিল্পা ভারতে থাকার ব্যাপারে এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে, রাজ কুন্দ্রা শিল্পাকে বোঝানোর জন্য ভারতে নিজের কোনো সম্পত্তি না থাকা সত্ত্বেও একজন রিয়েল এস্টেট এজেন্টকে ফোন করে দ্রুত তাদের জন্য একটি ফ্ল্যাট কিনে নেন। এরপরই তিনি শিল্পাকে বিয়ের প্রস্তাব দেন।
বিজ্ঞাপন
রাজের এই সিদ্ধান্তে মুগ্ধ হয়ে শিল্পা তাঁকে বিয়ে করতে রাজি হন। রাজ বলেন, “আমার কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না। আমি যেকোনো জায়গা থেকে কাজ করতে পারতাম। শিল্পার ওপর আমার মন বসে গিয়েছিল, তাই আমাকে সব চেষ্টা করতে হয়েছিল। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাকে কখনো ভারত ছাড়তে বাধ্য করব না। আমরা শুধু ছুটির জন্য বাইরে যাব। ও ভারতেরই মেয়ে, তাই আমরা ভারতেই থাকব।”
সম্প্রতি এই দম্পতি বৃন্দাবনে গিয়েছিলেন। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, রাজ কুন্দ্রা আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের স্বাস্থ্য সংক্রান্ত কথা শুনছেন। মহারাজের দুটো কিডনিই অকেজো হয়ে গিয়েছে শুনে আবেগপ্রবণ হয়ে রাজ তাকে নিজের কিডনি দেওয়ার প্রস্তাব দেন। যদিও মহারাজ সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন।