বিডি ক্লিন–ঢাকার বিভাগীয় সমন্বয়ক নির্বাচিত হলেন এম জয়নাল আবেদীন সবুজ

| প্রতিনিধি
একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন–ঢাকা বিভাগের বিভাগীয় সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এম জয়নাল আবেদীন সবুজ।
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ৩ জুন যাত্রা শুরু করা বিডি ক্লিন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবীমূলক সংগঠন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরণ এবং আদর্শ সুনাগরিক গঠনের লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিডি ক্লিনের সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারেরও বেশি সক্রিয় সদস্য।
সম্প্রতি বিডি ক্লিনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তার মাধ্যমে এম জয়নাল আবেদীন সবুজকে বিডি ক্লিন–ঢাকার বিভাগীয় সমন্বয়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
জানা যায়, তিনি ২০১৯ সালে বিডি ক্লিনে একজন সাধারণ সদস্য হিসেবে যুক্ত হন। পরবর্তীতে দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের মাধ্যমে ধাপে ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সর্বশেষ বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব লাভ করেন।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এম জয়নাল আবেদীন সবুজ বলেন, “পদ কখনোই ক্ষমতার প্রতীক নয়;
পদ হলো দায়িত্ব, নিষ্ঠা ও জবাবদিহিতার অঙ্গীকার।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লাল-সবুজে আবৃত বিডি ক্লিনের টি-শার্ট গায়ে তুলেছি। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরণ করা, নিজে একজন আদর্শ সুনাগরিক হওয়া এবং সবাইকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমার ও বিডি ক্লিনের মূল লক্ষ্য। আমি সবাইকে আহ্বান জানাই— আসুন একা নয়, এক হয়ে সবাই মিলে গড়ে তুলব পরিচ্ছন্ন বাংলাদেশ।”
তিনি আরও বলেন,
“আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য বিডি ক্লিন পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। সবার দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ, পরিচ্ছন্ন বাংলাদেশের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে বিডি ক্লিন–ঢাকাকে একটি আদর্শিক ও শক্তিশালী টিম হিসেবে গড়ে তুলব। এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো।”
এম জয়নাল আবেদীন সবুজ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিয়াটি গ্রামের মরহুম হাশমত আলী বেপারীর জ্যেষ্ঠ সন্তান। তিনি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা, ফরিদপুর থেকে দাখিল ও আলিম পাশ করে, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে এবং একটি ল'ফার্মে আইন পেশায় নিয়োজিত রয়েছেন এবং পাশাপাশি সামাজিক ও পরিবেশগত নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। শৈশবকাল থেকেই পরিচ্ছন্নতা, মানবিকতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কাজে তার গভীর আগ্রহ রয়েছে এবং বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন।
তার এই দায়িত্বপ্রাপ্তির ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিডি ক্লিনের সদস্য, শুভানুধ্যায়ী, ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনায় ভাসছেন তিনি।