news-details image

শ্যামনগরে এইচপিভি টিকা দান শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজারের উর্দ্ধে

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দেওয়া শিশুর লক্ষ্য মাত্রা ১৩ হাজার ৫ শত জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ, ২৪ অক্টোবর থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা এই টিকা পাবেন।

স্কুল ভিত্তিক টিকা ক্যাম্প পরিচালনা করা হবে একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকা ক্যাম্প চালু থাকবে। উপজেলার ৩১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫ শত জন কিশোরী এইচপিভি টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকা গ্রহণে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করার পর ডাউনলোডকৃত টিকা কার্ডটির প্রিন্ট কপি টিকা গ্রহণের সময় সাথে আনতে হবে। তিনি বলেন উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ইতিপূর্বে অবহিত করা হয়েছে।টিকা দেওয়ার পর কার্ডটি তিনি সংরক্ষণের কথা বলেন। নিজ স্কুলে টিকা গ্রহণে কোন কারণে সমস্যা হলে পাশাপাশি টিকা কেন্দ্র বা যে কোন কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।উপজেলার এইচপিভি টিকা ক্যাম্পে টিকা দান কার্যে ২৮৯ জন স্বেচ্ছাসেবক, ৭২ জন স্বাস্থ্যসহকারী, এফডাবলুএ দায়িত্ব পালন করবেন।

এছাড়া ৩৬টি ওয়ার্ডে ৩৬ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর সুপারভাইজার হিসাবে থাকবেন। টিকা কার্যক্রম মনিটরিং করবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মিলন হোসেন। টিকা দান কার্যক্রম সফল করার জন্য সকল কার্যক্রম মনিটরিং করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।টিকাদান কার্যক্রম সফল করার লক্ষে উপজেলা প্রশাসন পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কয়েকদিন আগে কর্মশালাও করা হয়েছে।জানা যায়, ২৪ অক্টোবর খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচপিভি টিকা দান কার্যক্রমের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জিত দাশ।

ad-image

শেয়ার করুন


© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত NewsPediaBD

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে GenRes