news-details image

শ্যামনগরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

মঙ্গলবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রগতির আয়োজনে নিজস্ব হল রুমে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন প্রগতির সভাপতি সাবেক অধ্যাপক শাহানা হামিদ।

প্রগতির সম্পাদক সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় প্রবীন দিবসে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, এ্যাড.জি এম মুনসুর রহমান, সহকারী অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, প্রগতির সদস্য আব্দুল্লাহ আল বাকী, আঃ হান্নান, রফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন প্রবীনরা সমাজের সম্পদ। তাদেরকে অবহেলা করা যাবেনা । তাদের পরামর্শ বর্তমান প্রজন্মের জন্য খবুই প্রয়োজন।

ad-image

শেয়ার করুন


© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত NewsPediaBD

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে GenRes