শুভ বসাকঃ
ময়মনসিংহে শুরু হতে যাওয়া বানিজ্য মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী,র্যাব, বিজিবি পুলিশ এনএসআই, ডিএসবিসহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি বিবেচনায় এ মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তীতে মেলা আবার শুরু হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সময়ে যদি উদ্যোক্তারা আবেদন করে, তখন তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্র জানায়, ময়মনসিংহ নগরীর কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা বালুচরে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিলো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। এ মেলাটির কাজও প্রায় শেষের দিকে। তবে এটা নিয়ে বিভিন্ন মহলে তথা রাজনৈতিক, সামাজিক, সচেতন নাগরিকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ বর্তমান পরিস্থিতিতে মেলাটি নিয়ে অনিহা প্রকাশ করে।
এর প্রেক্ষিতে “ময়মনসিংহে শুরু হতে যাওয়া বানিজ্য মেলাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা: জনমনে তীব্র অসন্তোষ” এই শিরোনামে জাতীয় দৈনিক ইনকিলাব ও ময়মনসিংহের শীর্ষ স্থানীয় দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকায় সোমবার (২১ অক্টোবর) সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে এক পর্যায়ে মেলার অনুমোদন দিলেও পরিস্থিতি বিবেচনায় মেলাটি বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানায়, নাগরিক জীবনের কর্মব্যস্ততার মাঝে চিত্তবিনোদনের জন্য এই ধরনের মেলার আয়োজনের নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি এ ধরনের মেলা কোনোভাবেই কাম্য নয়। মেলাটি বন্ধ হওয়ায় আমরা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।