news-details image

প্রাণনাশের হুমকি: খড়ের গাদা-গভীর নলকূপেও আগুন দেওয়ার অভিযোগ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০০ শতাংশ জমির খড়ের গাদা ও গভীর নলকূপে আগুন দেওয়ার পর প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায়, যেখানটায় খড়ের গাদা ছিল সেখানে পড়ে আছে পোড়া-আধ পোড়া খড় ও ছাই। গভীর নলকূপের টিনশেড ঘরে ঝুলে আছে আগুনে পোড়া বৈদ্যুতিক লাইনের  অবশিষ্ট তার।

ঘটনার দুইদিন পর খবর পেয়ে দুর্ঘটনার শঙ্কায় বিদ্যুৎ বিভাগ গভীর নলকূপ থেকে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে। পরে গত ২৩ ডিসেম্বর ভুক্তভোগী কৃষক মো. আব্দুল মতিন (৫৩) বাদী হয়ে মো.আব্দুল্লাহ(২০) নামে এক যুবককে আসামী  করে ঈশ্বরগঞ্জ  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলার উচাখিলা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল্লাহ ওই গ্রামের প্রয়াত আবুল কালামের ছেলে।ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯,২০ ও ২১ ডিসেম্বর টানা তিন দিন পর্যায়ক্রমে রাতের আঁধারে অভিযুক্ত আব্দুল্লাহ ভুক্তভোগীর জলমোটর ভাঙা,বাড়ির পাশের ১০-১৫ গাছ কাটা, গভীর নলকূপ ও বিশ কাটা জমির খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটায়।

এখানেই শেষ নয়, ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে আব্দুল্লাহ।ভুক্তভোগী আব্দুল মতিন বলেন,’ ইসলামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষ্যে গত ১৮ ডিসেম্বর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। এই সুযোগে আব্দুল্লাহ বসতঘরের জলমোটর ভাঙে এবং বাড়ির পাশের ১০-১৫টি গাছ কেটে ফেলে। পরে ২০ ও ২১ ডিসেম্বর গভীর নলকূপ ও খড়ের পুঞ্জিতে আগুন লাগিয়ে দেয়। গভীর নলকূপে আগুন দেওয়ায় এলাকার প্রায় ৪০০ কাঠা জমিতে বোরোধান রোপণে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আব্দুল্লাহ আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।  আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহর সাথে কথা বলতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। কি কারণে আব্দুল্লাহ এসব করেছে? এমন প্রশ্নের জবাবে ভোক্তভোগী আব্দুল মতিন বলেন,গত ১ বছর আগে প্রতিবেশী আব্দুল্লাহ আমার  ঘরে চুরি করতে এসে ধরা পড়ে। এরই জের ধরে সে বিভিন্ন সময়ে নানাভাবে নির্যাতন ও ক্ষতিসাধন করে আসছে।এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন,’ এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ad-image

শেয়ার করুন


© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত NewsPediaBD

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে GenRes