news-details image

পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। এতে অনেক নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা।এদিকে মৌসুমী বায়ু তথা বৈরী আবহাওয়ার ফলে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।

আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সকল মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় অনেক মাছ ধরা ট্রলার মৎস্য বন্দর আলীপুর-মহিপুর শিববাড়িয়া নদে নিরাপদ আশ্রায় নিয়েছেন।জেলে মোশারেফ মাঝি বলেন, এ বছর দু’ চারটি ট্রলার মালিক ছাড়া সব ট্রলারের মালিক ও জেলেরা মাছ না থাকার কারণে ঋণের বোঝা মাথায় নিয়ে চিন্তিত।

এমনিতেই সাগরে তেমন মাছ নেই, তার পরে আবার হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে গিয়ে ঠিকমত জাল ফেলা যাচ্ছে না।

ad-image

শেয়ার করুন


© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত NewsPediaBD

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে GenRes