মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ
নতুন নির্বাচন কমিশনের উদ্দেশে সাবধান বাণী উচ্চারণ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। নির্বাচন কমিশনকে সতর্ক করে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারলে দেশের জনগণ কখনও ক্ষমা করবে না।
জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।’শুক্রবার (২২ নভেম্বর) বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।ফয়জুল করিম আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশন হয়েছে, বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আপনারা যদি ভুল করেন, তবে অতীতের কমিশনের মতো কলঙ্কিত হবেন।’ মুফতি ফয়জুল করিম বলেন, ‘বাংলাদেশের জনগণ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায়। যে নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যাকে পছন্দ তাকে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য ব্যবস্থা নিতে হবে।’
ভোলার বাসাবাড়িতে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘ভোলার গ্যাসের ওপর এই জেলার জনগণের অধিকার বেশি। এ জন্য আমি বলবো ভোলার মানুষ যেন এই গ্যাস ব্যবহার করতে পারেন সে জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।’