news-details image

ঈশ্বরগঞ্জে শিক্ষকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ফুল সজ্জিত গাড়িতে এক শিক্ষককে রাজকীয় বিদায় দিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুল সজ্জিত গাড়িতে তাঁকে মাদ্রাসা থেকে বাড়ি পৌঁছে দেন তারা। গাড়ির দুই পাশে দাঁড়িয়ে তখন করতালির মাধ্যমে অভিবাদন জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (২রা নভেম্বর) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পিতাম্বরপাড়া হুসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুল হককে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায়ের নানা আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত একটি ছাদখোলা প্রাইভেটকারে সবার প্রিয় এই শিক্ষককে বাড়ি পৌঁছিয়ে দেন শিক্ষক- শিক্ষার্থীরা। বিদায়ী সংবর্ধিত শিক্ষক মাওলানা ফজলুল হক বিদায় মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন সামান্য শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ আমাকে যে বিদায় সংবর্ধনা দিয়েছে তার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ ।

এ প্রতিষ্ঠান তথা পুরো উপজেলা থেকে এর-আগে আর কোনো শিক্ষক এমনভাবে সংবর্ধিত হয়নি। তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় চেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।দীর্ঘ ৪১ বছর ৭ মাস ৭দিন কর্মজীবন শেষে আজ থেকে অবসরে গেলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুল হক। প্রিয় শিক্ষককে বিদায় জানাতেই এমন আয়োজন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সাবেক সভাপতি এডভোকেট আনাস মিয়া বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে সিনিয়র এই শিক্ষক মাওলানা ফজলুল হক তাঁর কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই প্রথম ঈশ্বরগঞ্জ উপজেলায় কোনো বিদায়ী শিক্ষককে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী টিপু সুলতান বলেন, দেশব্যাপী যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন শিক্ষার্থীদের হাতে। সেখানে আজ আমরা আমাদের প্রাণ-প্রিয় শিক্ষাগুরু মাওলানা ফজলুল হক হুজুরকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়েছি।

এ ছাড়া ফুলসজ্জা গাড়িতে করে হুজুরকে আমরা তাঁর বাড়ীতে দিয়ে আসলাম। মহান এ শিক্ষাগুরুকে আর কোনোদিন হয়তো আমরা শ্রেণিকক্ষে পাঠদানে উপস্থিত দেখতে পাবো না। তার শিক্ষায় আমরা আজ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি।পিতাম্বরপাড়া হুসাইনিয়া বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শোআইব এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী এস এম ইমরানের সঞ্চালনায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। এ সময় প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী,শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ১৯৬৪ সালের ৩রা নভেম্বর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া চরপাড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা ফজলুল হক। তার পিতা মরহুম মিয়া হোসেন। এক ভাই ও বোনের মধ্যে তিনি হলেন সবার ছোট। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্নেই ১৯৮৩ সালের ২২ মার্চ প্রতিষ্ঠানটিতে যোগদান করেন তিনি।

ad-image

শেয়ার করুন


© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত NewsPediaBD

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে GenRes