news-details image

আত্রাই নদীতে মাছ মারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

ফয়সাল আহমেদ সিংড়া উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার ৭ নং লালোর ইউনিয়নের ঢাকঢোল গ্রামের আত্রাই শাখা নদীর কিছু অংশে মাছ ধরা কে কেন্দ্র করে সিংড়া উপজেলার ঢাকঢোল,ডাঙ্গাপাড়া ও ত্রিমোহন গ্রাম এবং নলডাঙ্গা থানার মদনডাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে অভয়শ্রমে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সংঘর্ষে মুকুল হোসেন নামে একজন গুরুতর আহত হলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।

ad-image

শেয়ার করুন


© 2024 সর্বস্বত্ব সংরক্ষিত NewsPediaBD

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে GenRes